সমবায় অধিদপ্তর কর্তৃৃক সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ এর ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট এর কার্যক্রম চালু আছে। প্রশিক্ষণ ইউনিট এর আলোকে সিরাজগঞ্জ জেলার আওতাধীন ০৯টি উপজেলায় সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ ধারাবাহিকতায় কামারখন্দ উপজেলায় ৩ টি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং ৭৫ জন সমবায় সমিতির সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সমবায় একাডেমী ও ১০টি আঞ্চলিক সমবায় শিক্ষায়তন এ সমবায়ীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও সমবায় অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণকে বাংলাদেশ সমবায় একাডেমী ও আঞ্চলিক সমবায় শিক্ষায়তনে প্রশিক্ষণ প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস